ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহে ইংল্যান্ড, দেশে নিন সর্বশেষ আপডেট

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ১৭ ১৯:৫২:৪৩
জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহে ইংল্যান্ড, দেশে নিন সর্বশেষ আপডেট

২৯ রানে ২ আর ৮৭ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল ইংল্যান্ড। তবে চতুর্থ উইকেটেই সব হিসেব নিকেশ উল্টে দেন ডম সিবলি আর বেন স্টোকস। আগের দিনই হাফসেঞ্চুরি তুলে নেন দুজন। ৩ উইকেটে ২০৭ রান নিয়ে প্রথম দিন শেষ করে স্বাগতিকরা।

দ্বিতীয় দিনে দুজনই পেয়েছেন সেঞ্চুরি। তাতে বড় সংগ্রহের পথেই এগোচ্ছে ইংল্যান্ড। এই রিপোর্ট লেখা পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ৩ উইকেটে ৩১৩ রান।

সিবলি-স্টোকস চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন আছেন ২৩২ রানে। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন সিবলি। তবে খেলেছেন একদম সত্যিকারের টেস্ট। ৩৬১ বলে ১২০ রানের হার না মানা ইনিংসে বাউন্ডারি হাঁকিয়েছেন মাত্র ৫টি।

বেন স্টোকস অবশ্য ওত ধীরগতিতে এগোচ্ছেন না। ২৯২ বলে ১৩১ রানের ইনিংসের পথে ১৩টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কাও হাঁকিয়েছেন ইংলিশ এই অলরাউন্ডার। এটি তার ক্যারিয়ারের দশম টেস্ট সেঞ্চুরি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ