এবার বাংলাদেশের সেই সিরিজও বাতিলের শঙ্কায়

এ বছরের ওয়ার্ল্ড টি-২০ অনুষ্ঠিত না হলে, অক্টোবরে নিউজিল্যান্ড সফরের সম্ভাবনা নেই টাইগারদের। জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। তবে দ্রুতই এইচপি ইউনিটের কার্যক্রম শুরু করতে চায় বোর্ড। করোনা পরিস্থিতির উন্নতি না হলে বোর্ডের ভাবনায় আছে শ্রীলঙ্কা।
বেশ কয়েকবার দেন দরবার করেও আসন্ন ওয়ার্ল্ড টি-২০র ভবিষ্যৎ নির্ধারণ করতে ব্যর্থ হয় আইসিসি। বলতে গেলে সুতোয় ঝুলছে এই আসরটির ভাগ্য। যার সংগে সম্পৃক্ত টাইগারদের নিউজিল্যান্ড সফর। স্বাভাবিক ভাবেই শঙ্কা তৈরি হয়েছে ওয়ার্ল্ড টি-২০ জন্য প্রস্তুতিমূলক এই সিরিজ ঘিরে।
ক্রিকেটের এই ছোট সংস্করণে এখনো ঠিকভাবে ধাতস্ত হতে পারেনি বাংলাদেশ। তার ওপর ওয়ার্ল্ড টি-২০'র পরবর্তী আসর বসছে অস্ট্রেলিয়ায়। কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতেই নিউজিল্যান্ডে তিন ম্যাচের একটি সিরিজ খেলার পরিকল্পনা ছিলো বোর্ডের। তবে সবই ভেস্তে যাচ্ছে মেগা ইভেন্টের অনিশ্চয়তায়!
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, আমাদের নিউজিল্যান্ডে সঙ্গে তিন ম্যাচের টি-২০ সিরিজটি ছিলো অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠেয়ও বিশ্বকাপ খেলার অংশ হিসেবে। যদি বিশ্বকাপ না হয়, তাহলে সিরিজটি নিয়ে শঙ্কা রয়েছে।
করোনায় ঘরে বসে অলস সময় পার করছেন ক্রিকেটাররা। কয়েকজন ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করলেও ফিটনেস ধরে রাখতে তা যথেষ্ট নয়। সেই ভাবনা থেকেই ফিজিও ও ট্রেইনারদের দ্রুত ফেরাতে চায় বিসিবি। তবে পরিস্থিতির উন্নতি না হলে সেটাই বা সম্ভব কি করে!
নিজামউদ্দিন চৌধুরী আরো বলেন, আমাদের ফিটনেস, ফিজিও ও অন্যান্য যেসব সাপোর্ট স্টাপ রয়েছে; তাদেরকে দ্রুত ফেরানো চেষ্টা চলছে।
এদিকে, করোনায় শুধু জাতীয় দল নয়! স্থবির হয়ে আছে হাই পারফরমেন্স ইউনিটের কার্যক্রমও। বিসিবি চাইছে দ্রুতই শুরু হোক এইচপি ইউনিটের কাজ। বাংলাদেশে সম্ভব না হলো প্রয়োজনে তা হোক না শ্রীলঙ্কায়।
সুজন আরও বলেন, যেহেতু আমাদের দেশের সার্বিক পরিস্থিতি অনুকূলে নয়। সেজন্য দেশের বাইরে ক্রিকেটারদের খেলা নিয়ে ভাবা হচ্ছে। এক্ষেত্রে শ্রীলঙ্কান বোর্ডের সঙ্গে একটা প্রাথমিক আলোচনা হয়েছে।
তবে এসব অনিশ্চয়তার মাঝে আশার কথা হচ্ছে শনিবার থেকে মিরপুরে শুরু হচ্ছে টাইগারদের ব্যক্তিগত ঐচ্ছিক অনুশীলন।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- চট্টগ্রাম-১১ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা: বাবা-ছেলের লড়াই!
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট
- বিশ্বকাপের টিকিট নিশ্চিতের দোরগোড়ায় বাংলাদেশ, সামনে সহজ সমীকরণ