ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ক্ষুদে ভক্তের ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে ভিডিও কল দিলেন বাবর আজম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ১৬ ১৭:০৫:১৫
ক্ষুদে ভক্তের ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে ভিডিও কল দিলেন বাবর আজম

বর্তমানে স্থানীয় একটি একাডেমিতে চালিয়ে যাচ্ছে অনুশীলন। বাবর আজমের বিরাট ভক্ত সে। খুদে এই শিশুর ব্যাটিংয়ের একটি ভিডিও নজরে আসে বাবর আজমেরও। এরপরই তার সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেন পাকিস্তানি ওয়ানডে অধিনায়ক।

টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট দল এখন অবস্থান করছে ইংল্যান্ডে। সেখান থেকেই একটি ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। পাকিস্তানী তারকার সঙ্গে কিছুটা সময় অনলাইন আড্ডায় মাতে তার খুদে ভক্ত। হাসতে হাসতেই বাবর জানান, সামিয়ার কাভার ড্রাইভার তার চেয়েও ভালো!

কথায় কথায় সামিয়া জানায় তার পুল শট খেলতে সমস্যা হচ্ছে। সমস্যা সমাধানে বাবর তাকে নানা পরামর্শ দেন। বাহু ফ্রি করে, শান্ত থেকে পুল করার পরামর্শ দেন। ব্যাটিংয়ের সময় ব্যাকফুটেও কিছুটা সমস্যা হয় বলে জানায় সামিয়া। তার সমাধানও বাতলে দেন বাবর। সবমিলিয়ে খুদে এই ক্রিকেটারকে ধৈর্য্য ধরে রেখে, তার অনুশীলন চালিয়ে যাওয়ার এবং কঠোর পরিশ্রমের পরামর্শ দেন বাবর আজম

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ