ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ঈদের আগেই এই রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ১৪ ২০:৩৪:১৯
ঈদের আগেই এই রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা

চাঁদ দেখা সাপেক্ষে ৩১ জুলাই বা ১ আগস্ট ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

বেবিচক সূত্র জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও আন্তর্জাতিক সিভিল এভিয়েশনের (আইকাও) গাইডলাইন অনুযায়ী বিমানবন্দরে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার আগে চিকিৎসক বা মেডিকেল অফিসার রাখতে হয়। কক্সবাজার ও রাজশাহী বিমানবন্দর সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত না করতে পারায় তাদের যাত্রীবাহী ফ্লাইট চালুর অনুমতি দেয়া হচ্ছে না।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জাগো নিউজকে বলেন, আমরা তাদের (দুই বিমানবন্দর কর্তৃপক্ষ) সঙ্গে কথা বলেছি। সর্বশেষ বরিশাল বিমানবন্দর চিকিৎসাসেবা নিশ্চিত করতে পেরেছে, তাই তাদের যাত্রীবাহী ফ্লাইট চলাচলের অনুমতি দেয়া হয়েছে। বাকি দুই বিমানবন্দর এখনো নিশ্চিত করতে পারেনি। তারা বলেছে, তারা চেষ্টা করছে। তারা চিকিৎসক নিশ্চিত করতে পারলে ঈদের আগেই (ঈদুল আজহা) ফ্লাইট চালুর অনুমতি দেয়া হবে।

এর আগে ২৪ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করে বেবিচক। পরে ১ জুন ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম, সৈয়দপুর এবং ১১ জুন থেকে যশোর ও ১৩ জুলাই থেকে বরিশাল রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেয়া হয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে