ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

২৬ সদস্যের যে স্কোয়াড নিয়ে শ্রীলঙ্কা যাবে টিম টাইগাররা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ১৪ ১৩:০৫:৪১
২৬ সদস্যের যে স্কোয়াড নিয়ে শ্রীলঙ্কা যাবে টিম টাইগাররা

তবে বিকল্প পথ ভেবে দেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও যদি পিছিয়ে যায় তাহলে শ্রীলংকার বিপক্ষে স্থগিত তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যেতে পারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই নিয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা।

শুধু তাই নয় ওই সিরিজের আগে শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ এইচপি ক্রিকেট দল। ইতিমধ্যেই এই দল চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগস্টের শ্রীলঙ্কা সিরিজে যেতে পারে বাংলাদেশে এইচপি দল। এই সিরিজটি অনেক আগে থেকেই চূড়ান্ত ছিল।

তাই এই দুই সিরিজকে সামনে রেখে আগস্টের মাঝামাঝি সময়ে অনুশীলনে নামতে পারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং বাংলাদেশ এইচপি ক্রিকেট দল। সে ক্ষেত্রে দুই ভেনুতে হতে পারে ভিন্ন ভিন্ন অনুশীলন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, “মধ্য অগাস্ট নাগাদ ক্যাম্প শুরু হতে পারে।

তবে সবকিছুই নির্ভর করছে পরিস্থিতি কেমন থাকে, তার ওপর। সরকারের অনুমতি পেলেই কেবল শুরু করা সম্ভব। তবে আমরা আমাদের দায়িত্ব পালন করে রাখছি। কন্ডিশনিং ক্যাম্পের জন্য দল আগেই করা আছে। কালকে (রোববার) এইচপি দল নিয়ে কাজ করলাম।”

“অনুমতি পেলে হয়তো এক সপ্তাহের মধ্যেই এই দুটি ক্যাম্প শুরু হবে। এক জায়গায় তো আর ক্যাম্প হবে না, এইচপি হয়তো ঢাকার বাইরে কোথাও হবে। জাতীয় দলের ক্যাম্পের জন্য ৩৮ জনের নাম আছে, এইচপির জন্য আপাতত ২৬। তারপর অনুশীলন শুরু করার অবস্থা বুঝে দুই দলের সমন্বয় করে সংখ্যা এদিক-সেদিক হবে।”

এইচপি ক্যাম্পে এবার বেশি সংখ্যক ক্রিকেটার থাকছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দল থেকে। “গতবারের বেশ কিছু ক্রিকেটার এবারও থাকছে এইচপিতে। যুব বিশ্বকাপজয়ী দলের অনেককে রেখেছি। একটা বড় সমস্যা হয়েছে প্রিমিয়ার লিগ না হওয়ায়। সাধারণত প্রতিবারই আমরা প্রিমিয়ার লিগের পারফরম্যান্স দেখে কিছু ক্রিকেটার নেই। গতবারও বিপ্লব (আমিনুল ইসলাম), নাঈম শেখদের নিয়েছি প্রিমিয়ার লিগ দেখে। এবার সেই সুযোগ নেই।”

“তারপরও আমরা অপশন রেখে দিচ্ছি। কিছু ক্রিকেটারকে পরে যোগ করতে পারি। সবকিছুই আসলে নির্ভর করবে পরিস্থিতির ওপর। কখন অনুশীলন শুরু হয়, ঢাকা লিগ হয় কিনা, সময়ই অনেক কিছু ঠিক করে দেবে।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ