সাকিবের সঙ্গে বন্ধুত্বের নিয়ে মুখ খুললেন তামিম

পরিবারের সঙ্গে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। তামিমের ইচ্ছা ছিল, তার লাইভ আড্ডার শেষ দিনে পঞ্চপাণ্ডবকে একসাথে করার। কিন্তু ব্যক্তিগত সমস্যা থাকার কারণে সেদিনও আসতে পারেননি সাকিব। ফলে শেষদিন ছিলেন তামিম, মাশরাফি, মুশফিক ও মাহমুদউল্লাহ।
ঘটনা সেখানেই শেষ হতে পারতো। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নানান আলোচনা। সন্দেহবাতিকরা বলাবলি শুরু করে, তামিমের সঙ্গে বন্ধুত্বের ফাটল দেখা দেয়ার কারণেই মূলত লাইভে আসেননি তামিম। এ নিয়ে আবার সাকিব ও তামিমের অতি উৎসাহী ভক্তদের মধ্যে কাঁদা ছোড়াছুড়িও হয় ব্যাপক।
তখন এ বিষয়ে তেমন কিছু বলেননি তামিম বা সাকিব। তবে প্রায় মাস দেড়েক পর এক ভক্তেরই প্রশ্নের জবাবে সাকিবের সঙ্গে বন্ধুত্বের বিষয়ে মুখ খুলেছেন তামিম। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট বিডিক্রিকটাইমের এক ফেসবুক লাইভে, তামিমের কাছে এক ভক্ত জানতে চান, সাকিবের সঙ্গে বন্ধুত্বের বর্তমান অবস্থা সম্পর্কে।
উত্তরে তামিম বলেন, ‘(দুজনের মধ্যে) দূরত্ব থাকার তো কোনো কথাই আসে না। এই জিনিসটা শুরু হয়েছে আমার অনুষ্ঠানে সাকিবের লাইভে না আসা নিয়ে। আমি স্পষ্টভাবে বলেই দিয়েছিলাম, ব্যক্তিগত কারণে ও আসতে পারেনি। আর এটাতে আসা না আসা নিয়ে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে- এটা আমি বিশ্বাস করি না।’
এতদিন এ বিষয়ে কেন কিছু বলেননি, সেটিও পরিষ্কার করেন তামিম, ‘আমার কাছে মনে হয় না, আমার বা ওর গণমাধ্যমের সামনে এসে আমাদের সম্পর্ক ভালো আছে কি নেই সেটা ব্যাখা করার কোনো দরকার আছে।’
তিনি আরও যোগ করেন, ‘আমাদের সম্পর্ক আমাদের সম্পর্কের জায়গায় আছে। লাইভ অনুষ্ঠানটা ছিল অন্য একটা জায়গায়। আমি তাকে একজন ক্রিকেটার হিসাবে সম্মান করি। আমি নিশ্চিত সেও তাই করে। আমি সবসময় ওর ভালো চাই। এখানে বন্ধুত্ব খারাপ হয়ে যাবে কেন? আপনাকে আপনার বন্ধু বাসায় ডাকলে আর আপনি না গেলে কী আপনাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে?’
পাবলিক ফিগার হওয়ায় মানুষ যা খুশি ভাবলে বা বললেই যে তা সত্যি হয়ে যাবে- এমনটা ঠিক নয় বলে জানান তামিম, ‘আমরা একটা পাবলিক ফিগার বলে কী মানুষ যা ইচ্ছা তাই মনে করে নিতে পারে? অনেকে অনেক কিছু লিখে দিতে পারে? এটা ঠিক না। আমাদের সম্পর্ক আমাদের সম্পর্কের জায়গায় ঠিক আছে।’
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- চট্টগ্রাম-১১ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা: বাবা-ছেলের লড়াই!
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট
- বিশ্বকাপের টিকিট নিশ্চিতের দোরগোড়ায় বাংলাদেশ, সামনে সহজ সমীকরণ