ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

এই মাত্র পাওয়া; কঠোর হলো সৌদি সরকার, এই অপরাধ করলেই জেল জরিমানা

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ১৩ ২১:৫০:০৭
এই মাত্র পাওয়া; কঠোর হলো সৌদি সরকার, এই অপরাধ করলেই জেল জরিমানা

কোভিড প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর আক্রান্তের সংখ্যা কমে না আসায় শুক্রবার থেকে নতুন এ স্বাস্থ্য বিধি চালু হয়েছে। লকডাউন আংশি প্রত্যাহারের অংশ হিসেবে জিম খুলে দেয়া হয়েছে, রাস্তায় লোকসমাগম আগের চেয়ে বৃদ্ধি পাচ্ছে তবে স্বাস্থ্য সচেতনতা হিসেবে যাতে মানুষের ভীড় অতিরিক্ত না হয় সে জন্যে তা সীমিত করার জন্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে। গালফ নিউজ

এমনকি ঘরে কিংবা কোনো অনুষ্ঠানেও ২০ জনের বেশি সমবেত হওয়া যাবে না। নির্ধারিত স্বাস্থ্যবিধি না মেনে ঘরে কিংবা বাইরে কোনো জনসমাগত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বিধিভঙ্গকারীদের ৩০ থেকে ১৮০ দিনের জেল কিংবা দশ লাখ দিনার অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

সৌদি আরবের পৌর ও গ্রাম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, মানবসম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ে স্থায়ী কমিটি গঠন করে এ স্বাস্থ্য বিধি সৌদি নাগরিকরা অনুসরণ করছে কি না তা তদারকি করা হবে।

সড়ক থেকে শুরু করে পাড়া ও মহল্লায় সৌদি কর্তৃপক্ষ নজরদারি রাখবে। কেউ বিধি ভাঙ্গলে তাকে প্রশাসনিক আদালতে বিচারের জন্যে পাঠানো হবে।

কোনো সৌদি নাগরিক যদি জনসমাগমের ক্ষেত্রে একাধিক অপরাধ করে থাকে তাহলে তার শাস্তির পরিমানও বাড়বে।

মহামারী, সংক্রামক ব্যাধি, প্রাকৃতিক বিপর্যয়, সন্ত্রাসবাদ বা যুদ্ধের মত সংঘর্ষের সময়ের মত এধরনের বিধিভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদান করবে সৌদি কর্তৃপক্ষ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে