ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১

বাজে আচরণ নিয়ে কথা বলায় ওয়ার্ক পারমিট বাতিল মালয়শিয়ায় প্রবাসী

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ১৩ ২১:০৪:৫৫
বাজে আচরণ নিয়ে কথা বলায় ওয়ার্ক পারমিট বাতিল মালয়শিয়ায় প্রবাসী

মালয়শিয়ায় শ্রমিকদের সঙ্গে বাজে আচরণ নিয়ে আল জাজিরার সাথে কথা বলেছিলেন তিনি। এ ঘটনায় ক্ষুব্ধ হয় কর্তৃপক্ষ। তাই তার ওয়ার্ক পারমিট বাতিল করেছে দেশটির কর্তৃপক্ষ।

মো. রায়হান কবির-এর ওয়ার্ক পারমিট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আবদুল হামিদ বন্দর। তাকে আত্মসমর্পণেরও পরামর্শ দিয়েছেন তিনি। ওয়ার্ক পারমিট বাতিল করায় রায়হান এখন দেশটিতে অবৈধ অভিবাসীতে পরিণত হয়েছেন।

কর্তৃপক্ষও তাকে খুঁজছে। আটক করা গেলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। আইজিপি আবদুল হামিদ বন্দর-এর বরাত দিয়ে মালয় মেইল জানিয়েছে, অভিবাসন দফতরের পক্ষ থেকে ইতোমধ্যেই রায়হানের ওয়ার্ক পারমিট বাতিলের বিষয়টি পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে।

তার অবস্থান সম্পর্কে কারও কোনও তথ্য জানা থাকলে তা কর্তৃপক্ষকে ফোন দিয়ে জানানোর অনুরোধ করা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে