ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

গ্রেফতার হলো বুড়িগঙ্গায় লঞ্চডুবি মামলার প্রধান আসামি

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ১৩ ১৬:০৩:০৬
গ্রেফতার হলো বুড়িগঙ্গায় লঞ্চডুবি মামলার প্রধান আসামি

সোমবার (১৩ জুলাই) সকালে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার।

গত বৃহস্পতিবার ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেককে রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেফতার করে নৌ পুলিশ। তার আগে গ্রেফতার হন ময়ূর-২ লঞ্চের সুপারভাইজার আবদুস সালাম।

গত ২৯ জুন রাজধানীর সদরঘাটে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মুন্সীগঞ্জ থেকে আসা মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চের ৩৪ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

লঞ্চ ডুবির ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে সাত জনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলায় ময়ূর-২ লঞ্চের মালিক, মাস্টার, স্টাফসহ অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করা হয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে