ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

অমিতাভ অভিষেক ও ঐশ্বরিয়াকে নিয়ে মুখ খুললেন আফ্রিদি

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ১৩ ১৫:২৫:১১
অমিতাভ অভিষেক ও ঐশ্বরিয়াকে নিয়ে মুখ খুললেন আফ্রিদি

নিজেও করোনার সঙ্গে যুদ্ধ করেছেন। তাই এ মহামারীতে আক্রান্ত হলে মানুষের অসহায়ত্ব, বেদনা বেশ ভালোই জানা সাবেক পাক অলরাউন্ডার শহীদ আফ্রিদির।

সেই উপলব্ধি থেকেই সুদূর পাকিস্তান থেকে বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন ও ছেলে অভিষেকের জন্য দোয়া চাইলেন তিনি। বলি শাহেনশাহের পরিবারে করোনার হানা পড়েছে খবর জানার পর রোববার টুইট করেন আফ্রিদি।

আফ্রিদি লেখেন, ‘অমিতাভ বচ্চন ও জুনিয়র বচ্চনের জন্য দোয়া রইল। আশা করি দ্রুত ও ভালোভাবে আরোগ্য লাভ করবেন।’

সম্প্রতি শচীন ও পাকিস্তানের কাছে ভারত টিমের হার নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন আফ্রিদি।

যে কারণে ভারতবাসীদের চক্ষুশুলে পরিণত হয়েছিলেন তিনি।

কিন্তু বচ্চনের করোনা মুক্তির দোয়া চেয়ে ফের ভারতীয়দের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

Best wishes for @SrBachchan and @juniorbachchan . Hope you recover well and soon.

— Shahid Afridi (@SAfridiOfficial) July 12, 2020এমন টুইট করায় ভারতীয় ক্রিকেটের সমর্থকদের প্রশংসায় ভাসছেন আফ্রিদি।

প্রসঙ্গত গত মাসে করোনায় আক্রান্ত হন আফ্রিদি। মহামারী ছড়িয়ে পড়ার পর নিজের ফাউন্ডেশনের মাধ্যমে পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছেন তিনি। সেখান থেকেই তিনি আক্রান্ত হন বলে ধারণা সবার। বর্তমান সুস্থ এই পাক অলরাউন্ডার।

এদিকে রোববার করোনায় আক্রান্ত হন অমিতাভ, অভিষেক, ঐশ্বরিয়া ও ঐশ্বরিয়ার কন্যা আরাধ্য। মুম্বাইয়ের নানবতী হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে