ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

দারুন সুখবরঃ একদম স্বল্প দামে নতুন দুই মডেলের ভেসপার স্কুটার বাজারে

২০২০ জুলাই ১২ ১৪:০৭:২৫
দারুন সুখবরঃ একদম স্বল্প দামে নতুন দুই মডেলের ভেসপার স্কুটার বাজারে

এগুলো হলো ভেসপা ফেসলাইট ভিএক্সএল এবং এসএক্সএল। এ মডেল দুটি পাওয়া যাবে ১২৫ সিসি এবং ১৫০ সিসির ইঞ্জিনে। এছাড়াও এই দুই স্কুটারে থাকছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। চমৎকার এ ব্রেকিং সিস্টেম টুইন পোর্ট কলিপার ডিস্ক ব্রেকের সঙ্গেই আসতে চলেছে।

জানা গেছে, এতে এলইডি হেডলাইট, ডিআরএলএস এবং একটি ইউএসবি চার্জিং পোর্ট দেয়া হয়েছে। এগুলোতে থাকছে বিএস সিক্স ইঞ্জিন।

পারফরম্যান্স ও এফিশিয়েন্সির দিক থেকে এই স্কুটার যে মার্কেটে চলতি অন্যান্য স্কুটিগুলোকে হেলায় হারাতে চলেছে, তা একপ্রকার পরিষ্কার। এ স্কুটিগুলোর চওড়া টায়ার সঙ্গেই থাকছে ৫ স্পোক-যুক্ত চাকা। যা একজন ব্যবহারকারীর জন্য অত্যন্ত স্বস্তিদায়ক হতে চলেছে। এতে সব ফিচার্সের পাশাপাশিই এতে থাকছে অতিরিক্ত বিম লাইট এবং অ্যাডজাস্টেবল রিয়ার সাসপেনশন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে