ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

হোম কোয়ারেন্টিনে নারী পুলিশের আত্মহত্যা

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ১১ ১৬:২৩:৫৫
হোম কোয়ারেন্টিনে নারী পুলিশের আত্মহত্যা

মিতা রাজশাহীর পবা উপজেলার কেচুয়াতৈল গ্রামের মনসুর আলীর মেয়ে।

মিতার স্বামী শরিফুল ইসলামও পুলিশ কনস্টেবল। তিনিও রাজশাহীর এয়ারপোর্ট থানায় কর্মরত। তাঁর গ্রামের বাড়ি বগুড়ায়।

পরিবারের সদস্যরা জানিয়েছে, মিতা হৃদরোগ এবং কিডনির মতো জটিল রোগে ভুগছিলেন।

তবে কীটনাশক পানের বিষয়ে তারা কোনো কথা বলতে চায়নি।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘গত ৩০ জুন মিতা বাড়িতে কীটনাশক পান করেন। তখন তিনি ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে ছিলেন। কী কারণে তিনি কীটনাশক পান করেছিলেন তা জানা যায়নি। তবে কীটনাশক পানের পর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তাঁর মৃত্যু হয়।

ওসি আরো জানান, হাসপাতালে মিতার মৃত্যু হওয়ায় নগরীর রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে

জাতীয় - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ