ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

করোনায় মৃত তরুণের হাসপাতালের বিছানায় শেষ গান ভিডিওসহ

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ১১ ১৬:০০:২৫
করোনায় মৃত তরুণের হাসপাতালের বিছানায় শেষ গান ভিডিওসহ

১৭ বছরের ঋষভ দত্ত ভারতের আসামের তিনসুকিয়ার কাকোপাথারের বাসিন্দা। গত ৯ জুলাই বেঙ্গালুরুর একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ২ বছরের আগে ঋষভ রক্তের জটিল রোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁর রক্তের কোষ বিভাজনের প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। ফলে শরীর ক্রমেই ভেঙে পড়তে শুরু করে। প্রয়োজন ছিল বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট। সেই প্রক্রিয়া চলছিল। কিন্তু করোনার কারণে সব চেষ্টা বিফলে গেল।

ঋষভের মনের জোর ছিল প্রবল। শারিরীক কষ্ট চেপে রাখতে হাসপাতালের বিছানায় শুয়েই তিনি গান গাইতেন। ঋষভের শ্রোতা ছিলেন হাসপাতালের সিস্টার, নার্স এমনকি চিকিৎসকরাও। প্রথমে বেঙ্গালুরুর খ্রিস্টান মেডিকেল কলেজ এবং পড়ে বেঙ্গালুরুরই একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলেছে তাঁর। তখন গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করে ঋষভ বেশ পরিচিতি পেয়ে যান। ঋষভের মৃত্যুর পর তাঁর গান শুনে অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি।

দেখুন ঋষভের গান :

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে