ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নতুন রেকর্ড গড়ে সাকিবের পাশে জেসন হোল্ডার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ১১ ১৫:১৭:৪৭
নতুন রেকর্ড গড়ে সাকিবের পাশে জেসন হোল্ডার

কিন্তু তার নাম তেমন একটি শুনা যায়না অলরাউন্ডারের তালিকায়। সবাই মেতে থাকেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে নিয়ে।

এই নিয়ে সিরিজ শুরুর আগে খানিকটা অভিমান করে প্রাপ্য সম্মান না পাওয়ার জন্য হতাশা প্রকাশ করেছিলেন জেসন হোল্ডার। মাঠের খেলায় অবশ্য ঠিকই নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন ক্যারিবীয় অধিনায়ক। এই ডানহাতি পেসারের বোলিং তোপেই মাত্র ২০৪ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড।

প্রথমদিন তেমন আহামরি কিছু করার সুযোগ না পাওয়া ক্যারিবীয়রা সব ঝাল মেটালো দ্বিতীয় দিনে। আর তাতে সবচেয়ে বড় ভূমিকা রাখলেন খোদ হোল্ডার। আর তাকে যোগ্য সঙ্গ দিলেন আরেক পেসার শ্যানন গ্যাব্রিয়েল। হোল্ডার একাই নিয়েছেন ৬ উইকেট। গ্যাব্রিয়েলের ঝুলিতে গেছে বাকি ৪ উইকেট।

এইদিন ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেট নিয়ে দারুন একটি মাইলফলক স্পর্শ করেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। অধিনায়ক হিসেবে চতুর্থ বেস্ট ইনিংস বোলিং ফিগার তালিকায় উঠে এসেছেন জেসন হোল্ডার। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন শ্রীলংকার কিংবদন্তি স্পিনার রঙ্গনা হেরাথ।

২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়ক হিসেবে ৬৩ রানে ৮ উইকেট লাভ করেছিলেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অধিনায়ক শন পোলক। ২০০১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩০ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। তালিকায় তৃতীয় নম্বরেও রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন সাকিব।

সাকিবের পরে রয়েছেন জেসন হোল্ডার। গতকালের ইংল্যান্ডের বিপক্ষে ৪২ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন নবাগত অধিনায়ক রশিদ খান। আফগানিস্তানের অধিনায়ক ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ৪৯ রানে ৬ উইকেট দখল করেছিলেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ