ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিয়ে করে ফেললেন টাইগার ক্রিকেটার আবু জায়েদ রাহী

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ১০ ১৪:১৯:৪১
বিয়ে করে ফেললেন টাইগার ক্রিকেটার আবু জায়েদ রাহী

গত বুধবার (৮ জুলাই) স্বাস্থ্যবিধি মেনে বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে রাহীর পারিবারিক সূত্র। এ সময় ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলও উপস্থিত ছিলেন। আপাতত ঘরোয়াভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও করোনা সংকট কেটে গেলে বড় ধরনের আয়োজনের কথা জানিয়েছে রাহীর পরিবার।

রাহীর আকদ সম্পন্ন হয়েছিল গত বছরেই। অনুষ্ঠান করেই মেয়েকে তুলে আনার কথা ছিল। কনে ডা. তৌহিদা আক্তার জুহা সিলেটের রায়নগর দর্জিপাড়া এলাকার বাসিন্দা।

তিন ফরমেট মিলিয়ে জাতীয় দলের হয়ে ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রাহী। টেস্টে দলের অন্যতম নির্ভরযোগ্য পেসার তিনি। এখন পর্যন্ত ৯টি টেস্টে খেলে ২৪ উইকেট শিকার করেছেন এই পেসার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ