ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

যে সিরিজ দিয়ে মাঠে ফিরছেন বাংলাদেশ ক্রিকেট দল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ০৯ ২২:৪০:৪২
যে সিরিজ দিয়ে মাঠে ফিরছেন বাংলাদেশ ক্রিকেট দল

এই দুই টুর্নামেন্ট ছাড়া চলতি বছর আর মাঠে নামা হচ্ছে না বাংলাদেশ দলের। আর এ কারণে আগামী অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে পারে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপ না হলে সে সময়ে শ্রীলঙ্কায় খেলা যেতে পারে। এসিসি ও আইসিসির সিদ্ধান্তের পরই শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ নিয়ে আলোচনা করা যেতে পারে।’

তিনি আরো বলেন, ‘অ্যাওয়ে সিরিজের চেয়ে আমাদের অগ্রাধিকার থাকবে হোম সিরিজ। করোনার কারণে যে সিরিজগুলো স্থগিত করা হয়েছে সেগুলোর আয়োজন করা। অ্যাওয়ে সিরিজ তো যে কোনো সময় খেলা যায়।

তার জন্য বেশি কিছু করতে হবে না। ২০ ক্রিকেটার প্রস্তুত হয়ে বিদেশে খেলতে যাবে। কিন্তু আসল পরীক্ষা হোম সিরিজ আয়োজন করা। যেটা করতে হলে বড় ধরনের প্রস্তুতি নিতে হবে। সেটাই করতে চেষ্টা করব আমরা।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ