এ ব্যাপারে ঘোষণা দেয়ার এখতিয়ার নেই সৌরভ গাঙ্গুলির

আর ২০২২ সালে আয়োজন করবে পাকিস্তান। যদিও চেয়ারম্যানের এমন বক্তব্যের পরদিনই ভিন্ন কথা বলেছে পিসিবি।
বোর্ডের এক কর্মকর্তার মতে, এ ব্যাপারে ঘোষণা দেয়ার এখতিয়ার নেই সৌরভ গাঙ্গুলির।
সৌরভ গাঙ্গুলির এশিয়া কাপ বাতিলের ঘোষণায় আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ডে অস্থিরতা চরমে। তাদের পরস্পর বিরোধী বক্তব্যে বেধেছে গোলমাল।
বিশ্ব ক্রিকেটের বড় কর্তা ভারত।। দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ারে বসা সৌরভ গাঙ্গুলির দাপট যেন তার খেলোয়াড়ি জীবনের চেয়েও বেশি।। তাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আনুষ্ঠানিক বিবৃতির জন্য অপেক্ষা করতে হয় না সৌরভকে। এসিসির সভার আগেরদিনই বিসিসিআই প্রধান এক রকম ঘোষণা দিয়ে দিয়েছেন, এশিয়া কাপ হচ্ছে না।
পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চাপে ফেলে দিয়েছেন বিসিসিআই প্রধান। আয়োজক পাকিস্তান ব্যাকফুটে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পিসিবি চেয়ারম্যান এহসান মানির কণ্ঠে হঠাৎ নরম সুর।।
পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিল আসরটি আগামী বছর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।। এ বছর এটি সবার জন্যই ঝুঁকিপূর্ণ। আমরা শ্রীলঙ্কার সঙ্গে অদলবদল করে নিয়েছি।। আগামী বছর সেখানেই এশিয়া কাপ হবে। কারণ, করোনাভাইরাসে কম আক্রান্ত দক্ষিণ এশিয়ান দেশগুলোর মধ্যে একটি শ্রীলঙ্কা। সেজন্যই এমন সিদ্ধান্ত। আর ২০২২ সালে আয়োজন করবো আমরা।
ক্রিকেট নিয়ে রাজনীতি পুরনো। অল্প কয়েকটি দেশ লাইমলাইটে থাকায় সে রাজনীতি বুঝতেও যেন সময় লাগে না।। এই মুহূর্তে বিসিসিআইয়ের টার্গেট আইপিএল। ধীরে ধীরে প্রস্তুতি সেরে নিচ্ছে তারা। আইপিএলের উইন্ডো উন্মুক্ত রাখতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট যেখানে ক্রিকেট অস্ট্রেলিয়ার মতো প্রভাবশালী বোর্ডকে ছেড়ে দিতে হচ্ছে, সেখানে পিসিবি আর এশিয়া কাপ তো নস্যি। যদিও এসব স্বীকার করতে চাইছেন না এহসান মানি।
মানি আরো বলেন, এর মধ্যে কোনো রাজনীতি নেই। আমরা পাকিস্তান কিংবা সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ আয়োজন করতে চেয়েছিলাম। কিন্তু, দু'দেশের করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় নিয়ে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছি। আলোচনার ভিত্তিতে এসিসির কাছে শ্রীলঙ্কার নাম প্রস্তাব করেছি। বোর্ড তাতে সম্মত হয়েছে। শুধু ক্রিকেটের স্বার্থেই এমন সিদ্ধান্ত। এর মধ্যে অন্য কিছু নেই।
পিসিবি প্রধানের কথা পরিস্কার। কিন্তু, এতোদিন কথার তুবড়ি ছুটিয়ে, এভাবে চুপসে গেলে বিসিসিআইয়ের কাছে মাথা নত হয়ে যায়।। সেটা অনুধাবন করেই কি না, ভিন্ন বক্তব্য দিয়েছেন বোর্ডের এক কর্মকর্তা।
পিসিবির মিডিয়া পরিচালক সামিউল হাসান বলেন, সৌরভ গাঙ্গুলির বক্তব্যের কোনো গুরুত্ব নেই। এশিয়া কাপ বাতিলের সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের। এই ঘোষণা দিতে পারেন শুধু এসিসির সভাপতি।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান সভাপতি। যদিও করোনাকালে বিশ্ব ক্রিকেটের রাজনীতিতে অনেকটা নিষ্প্রভই দেখা গেছে তাকে। ২০২০ এশিয়া কাপের ভাগ্য নির্ধারণী দলিলে চূড়ান্ত স্বাক্ষর ঠিকই করেছেন, কিন্তু তাতে বাহ্যিক চাপ কতোটা ছিলো, তা আর বুঝতে বাকি থাকেনা।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- চট্টগ্রাম-১১ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা: বাবা-ছেলের লড়াই!
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট
- বিশ্বকাপের টিকিট নিশ্চিতের দোরগোড়ায় বাংলাদেশ, সামনে সহজ সমীকরণ