ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

করোনা পরীক্ষা নিয়ে নতুন খবরঃ ঘরে বসেই করোনা পরীক্ষা, এক ঘণ্টাতেই ফলাফল

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ০৯ ১৬:৩৯:২৭
করোনা পরীক্ষা নিয়ে নতুন খবরঃ ঘরে বসেই করোনা পরীক্ষা, এক ঘণ্টাতেই ফলাফল

চিকিৎসকের কাছে গিয়ে বা বাড়িতে বসেই এই পরীক্ষা করা যাবে। বর্তমানে করোনার টেস্টের ক্ষেত্রে দেখা যায় যে, নাকের অনেক ভেতর থেকে বা মুখ ভেতর থেকে নমুনা সংগ্রহ করা হয় যা অনেকের কাছেই অসস্তিকর। তাছাড়া এই পদ্ধতিতে পরীক্ষার ফলাফল পেতেও বেশ কিছুদিন সময় লাগে।

এছাড়া বর্তমানে বাজারে পাওয়া যায় এমন যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা চালানোটাও অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কারণ এগুলোর ফলাফল নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অনেক ক্ষেত্রে এগুলো ভুল ফলাফল প্রদান করে থাকে।তবে গবেষকরা নতুন যে বিষয়গুলো নিয়ে কাজ করছেন সেগুলো অনেক বেশি সঠিক ফলাফল দিতে পারবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

তবে এগুলোর বেশির ভাগই এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যেও এগুলো কোনো ক্লিনিক বা চিকিৎসাকেন্দ্রে সহজলভ্য হচ্ছে না। তিন ধরনের পরীক্ষার বিষয়বস্তু নিয়ে কাজ করছেন গবেষকরা। এই সবগুলোই বর্তমানের পরীক্ষা ব্যবস্থা থেকে ভিন্ন এবং আরও সহজ হবে। শুধু তাই নয়, এগুলো পরীক্ষার ফলাফল প্রদানেও অনেক কম সময় নেবে বলে জানানো হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে