ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

দ্বিতীয় দফায় যে কয় মাস বাড়লো সৌদি প্রবাসীদের ইকামার মেয়াদ

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ০৮ ১৭:৫১:৪৩
দ্বিতীয় দফায় যে কয় মাস বাড়লো সৌদি প্রবাসীদের ইকামার মেয়াদ

মহামারি করোনাভাইরাস ছাড়িয়ে পড়ার পর থেকেই তা মোকাবিলায় নানামুখী উদ্যোগ নেয় সৌদি সরকার। অভিবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ দেয়া হয়েছে প্রণোদনা। তারই অংশ হিসেবে এবার দ্বিতীয় দফায় অভিবাসী শ্রমিকদের ইকামার মেয়াদ আগামী তিন মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি সরকার। নির্দিষ্ট অঙ্কের অর্থ দিয়ে ইকামার মেয়াদ বাড়ানোর নিয়ম থাকলেও করোনার কারণে তা বিনামূল্যে করে দেয়া হয়েছে।

সৌদি সরকারের এ ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কন্স্যুলেট ফয়সাল আহমেদ বলেন, ভিসার মেয়াদ সংয়ক্রিয়ভাবে আরও তিনমাস বাড়ানো হয়েছে। এবং বিনা ফিতে এই তিনমাসের মধ্যে বাংলাদেশিরা ভিসা নবায়ন করতে পারবেন। যেসকল বিদেশি সৌদি আরবে অবস্থান করছেন কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তারাও ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারবেন।

এই সিদ্ধান্তের কারণে করোনা সংক্রমণের আগে সৌদি আরব ছেড়ে যাওয়া অভিবাসীরা শিগগিরই সৌদি আরবে ঢুকতে পারবেন বলে আশা করা হচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে