ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

মেসিডোনিয়ায় ১৪৪ বাংলাদেশি উদ্ধার

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ০৮ ১১:২৮:০৬
মেসিডোনিয়ায় ১৪৪ বাংলাদেশি উদ্ধার

দেশটির গ্রিস সীমান্ত থেকে তাদের উদ্ধার করা হয়েছে বলে মঙ্গলবার (৭ জুলাই) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে। উদ্ধার ২১১ জনের মধ্যে ৬৩ জনের বয়সই কম।

দেশটির পুলিশ জানায়, নিয়মিত টহল চলাকালে একটি ট্রাক থেকে এসব অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হয়েছে। এদের ১৪৪ জন বাংলাদেশি এবং ৬৭ জন পাকিস্তানি নাগরিক বলে দেশটির পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশের বিবৃতির বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির গেভজেলিজা শহরের কাছে সোমবার রাতে একটি ট্রাককে থামায় সীমান্তে টহলরত নিরাপত্তাবাহিনী। এরপরই ওই ট্রাকের ভেতর থেকে দুই শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়। এ সময় ট্রাকটির চালককে গ্রেপ্তার করা হয়। তিনি মেসিডোনিয়ার নাগরিক।

গ্রেপ্তারের পর অভিবাসীদের একটি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। একটি মানবপাচার চক্র এসব অভিবাসন প্রত্যাশীদের পাচার করছিল বলে মনে করা হচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে