ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

ভারতে নিয়ন্ত্রণের বাহিরে করোনা, প্রতিদিন নতুন নতুন রেকর্ড

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ০৮ ১০:৩৫:১৯
ভারতে নিয়ন্ত্রণের বাহিরে করোনা, প্রতিদিন নতুন নতুন রেকর্ড

চলতি সপ্তাহে ভারতের গড় করোনা সংক্রমণ ২০ হাজারের নিচে নামেনি। রোজ মৃত্যুর হারও সাড়ে চারশোয় দাঁড়িয়ে আছে।

৩০ জানুয়ারি দেশটিতে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর থেকেই মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি এবং তামিলনাড়ুতে সংক্রমণ বাড়তে থাকে। ঠিক একইভাবে এখন পশ্চিমবঙ্গ রাজ্যে করোনা পরিস্থিতি অবনতি হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় প্রায় ৯শ আক্রান্তের পাশাপাশি ২২ জনের মৃত্যু হয়েছে রাজ্যটিতে।

এমন বাস্তবতায় রাজ্যে নতুন প্লাজমা হাসপাতাল এবং করোনা শনাক্ত নিয়ে রাজ্য সরকারের নতুন অ্যাপ উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও রাজ্য সরকার আক্রান্তদের সঠিক চিকিৎসা দিতে পারছে না বলে সমালোচনা করেছেন বিরোধী নেতারা।

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, মমতা ব্যানার্জি কলকাতা থেকে তেমন একটা বের হন না এ কারণে বুঝতে পারেন না। এখন তো করোনা হাতের বাইরে চলে যাচ্ছে, পুলিশ প্রসাশন, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ কোনো কিছু নিয়ন্ত্রণে নেয়।

পশ্চিমবঙ্গ রাজ্যে এখন পর্যন্ত ২৩ হাজার মানুষের দেহে ভাইরাসটি সনাক্ত হয়েছে। মারা গেছে প্রায় ৯শ জন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে