ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

বিশেষ বিমানে ইতালি ফেরত যাওয়া আরও ১২ প্রবাসীর শরীরে করোনা শনাক্ত

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ০৭ ১৯:৫৮:৩৯
বিশেষ বিমানে ইতালি ফেরত যাওয়া আরও ১২ প্রবাসীর শরীরে করোনা শনাক্ত

ফেরত ১২ প্রবাসীর দেহে বিমানবন্দরেই করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সদ্য ইতালিতে ফেরা অর্ধশতাধিক বাংলাদেশির দেহে ভাইরাসটি শনাক্ত হলো। এর মধ্যেই, করোনা সংক্রান্ত বিধান অমান্য করলে কঠোর শাস্তির নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ।

সোমবার (৬ জুলাই) বিকেলে ঢাকা থেকে রোমে পৌঁছায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট। এতে অন্তত ২৮২ জন যাত্রী ছিলেন। বিমানবন্দরে পৌঁছানোর পরই তাদের করোনা পরীক্ষা করা হয়। তাৎক্ষণিকভাবে ১২ জনের দেহে কোভিড নাইন্টিন শনাক্ত হয়। আক্রান্তদের হাসপাতালে এবং বাকিদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়।

এ নিয়ে বাংলাদেশ থেকে যাওয়া অর্ধশতাধিক প্রবাসীর দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বিষয়টি স্থানীয় গণমাধ্যমে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।

এর মধ্যেই, করোনা সংক্রান্ত বিধান অমান্য করলে ৩ হাজার ইউরো জরিমানার বিধান করা হয়েছে। ইতালির রেসিডেন্স পারমিট বাতিলের হুঁশিয়ারিও দেয়া হয়েছে।

এদিকে, সবশেষ দেশটিতে করোনা সংক্রমিত হয়েছেন ২০৮ জন। মারা গেছেন আটজন। জীবনযাত্রা স্বাভাবিক ও অর্থনীতি সচল করার প্রক্রিয়া চলছে।

এ পর্যন্ত ইতালিতে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ২ লাখ ৪২ হাজার। মারা গেছেন প্রায় ৩৫ হাজার মানুষ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে