ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

দ্বিতীয় ধাপে করোনার হানা, সব রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্র নতুন রেকর্ড

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ০৭ ১৪:৪৯:৫৯
দ্বিতীয় ধাপে করোনার হানা, সব রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্র নতুন রেকর্ড

প্রতিদিনই নতুন করে ৪০ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছিল যুক্তরাষ্ট্রে। তবে এবার একদিনেই আক্রান্ত ছাড়াল অর্ধলাখ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫০ হাজার ৫৮৬ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ওয়ার্ল্ডওমিটার ওয়েবসাইটের সর্বশেষ তথ্য বলছে, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ১৭ লাখ ৪৮ হাজার ৭৮২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ৭১ হাজার ৫০৮ জন। এ পর্যন্ত মারা গেছেন পাঁচ লাখ ৪০ হাজার ৮৫৮ জন। মোট সুস্থ হয়েছেন ৬৭ লাখ ৪২ হাজার ৪৮৯ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭৮ জন মারা গেছেন। দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী থাকলেও মৃতের হার কমেছে। এ পর্যন্ত মোট মারা গেছেন এক লাখ ৩২ হাজার ৯৭৯ জন। আর মোট আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ৪০ হাজার ৮৩৩ জন।

এদিকে যুক্তরাষ্ট্রের পরে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ভারতে ২২ হাজার ৫১০ জন। এছাড়া ব্রাজিল, রাশিয়া, পেরু, চিলি, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকায় যথাক্রমে ২১ হাজার ৪৮৬, ৬ হাজার ৬১১, ২ হাজার ৯৪৫, ৩ হাজার ২৫, ৪ হাজার ৬৮৩ ও ৮ হাজার ৯৭১ জন আক্রান্ত হয়েছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে