ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

ভারতে ঘণ্টায় করোনায় আক্রান্ত হচ্ছে যত হাজার মানুষ

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ০৫ ১৫:২০:১৪
ভারতে ঘণ্টায় করোনায় আক্রান্ত হচ্ছে যত হাজার মানুষ

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার সকালে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮৫০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। অর্থাৎ প্রতি ঘণ্টায় এক হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭৩ হাজার ১৬৫।

এদিকে গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ৬১৩ জন। এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৯ হাজার ২৬৮। অপরদিকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৪ লাখ ৯ হাজার ৮৩।

টানা ৯ দিন ধরে ভারতে প্রতিদিন ১৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। এ বিষয়ে অল ইন্ডিয়া ইনস্টিটিউটস অব মেডিকেল সায়েন্সেসের (এআইআইএমএস) পরিচালক ডা. রণদীপ গুলেরিয়া বলেছেন, ভারতে কোভিড-১৯ এর চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ভারতে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় ৭ হাজারের বেশি নতুন সংক্রমণের ফলে মোট আক্রান্ত দুই লাখ ছাড়িয়ে গেছে। এরপরেই রয়েছে তামিলনাড়ু, দিল্লি এবং গুজরাট।

এদিকে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সেখানে একদিনে সবচেয়ে বেশি কোভিড-১৯ সংক্রমণের ঘটনা ঘটেছে এবং মারা গেছে ১৯ জন। সেখানে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৭৪৩। এখন পর্যন্ত ওই রাজ্যে মারা গেছে ৭৩৬ জন এবং আক্রান্ত হয়েছে ২১ হাজার ২৩১ জন। এদিকে আসামে একদিনে নতুন করে ১২শ জন আক্রান্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে