ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

দারুন সুখবরঃ দেশে ফিরলেন আরও ৮৪১ প্রবাসী বাংলাদেশি

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ০৪ ১৬:১৯:৫৪
দারুন সুখবরঃ দেশে ফিরলেন আরও ৮৪১ প্রবাসী বাংলাদেশি

মিশরের কায়রোতে আটকা পড়া ৪১ বাংলাদেশিকে নিয়ে শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে দোহা থেকে ৩৮৫ জন বাংলাদেশিকে নিয়ে বিমানের আরেকটি বিশেষ ফ্লাইট ঢাকা পৌঁছায়। এছাড়া রিয়াদ থেকে ৪১৫ জন বাংলাদেশি বিমানের একটি বিশেষ ফ্লাইটে শুক্রবার ঢাকায় পৌঁছান।

জানা গেছে, সবাই করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসায় এসব নাগরিককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। মহামারির কারণে বিশ্বে বিমান যোগাযোগ সীমিত হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করায় অনেকে বিভিন্ন দেশে আটকা পড়েন।

এ অবস্থায় বিশেষ ফ্লাইটে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে। গত তিন মাসে আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং ইউরোপসহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে