ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

দেশে এখন পর্যন্ত করোনায় প্রান হারাল যত জন

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ০৪ ১৫:৩৯:৩৯
দেশে এখন পর্যন্ত করোনায় প্রান হারাল যত জন

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ২৯ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ২১ জন, নারী আটজন। এ ছাড়া বয়সের বিশ্লেষণে দেখা গেছে, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে নয়জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুজন মৃত্যুবরণ করেছেন।

নাসিমা বলেন, এ ছাড়া এ পর্যন্ত যাঁরা মৃত্যুবরণ করেছেন, তাঁদের মধ্যে পুরুষ এক হাজার ৫৮৭ ও নারী ৪১০ জন মৃত্যুবরণ করেছেন।

নাসিমা বলেন, মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে চারজন, বরিশাল বিভাগে দুজন, খুলনা বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে সাতজন, ময়মনসিংহ বিভাগে একজন ও সিলেটে তিনজন রয়েছেন। শনাক্তের বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ২৫ শতাংশ।

নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭২৭ জনের পরীক্ষা করা হয়েছে। এর মধ্য থেকে তিন হাজার ২৮৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে, যা পরীক্ষার ২২ দশমিক ৩৩ শতাংশ শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৭১ জনের নমুনা সংগ্রহ হয়েছে।

নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৬৭৩ জন সুস্থ হয়েছেন। এই পর্যন্ত ৭০ হাজার ৭২১ জন সুস্থ হয়ে উঠেছেন। শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৪৪ দশমিক ২৯ ভাগ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পরে গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে আজ দেশে এক লাখ ৫৯ হাজার ৬৭৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই পর্যন্ত দেশে আট লাখ ৩২ হাজার ৭৪ জনের করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে