ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ব্রেকিং নিউজঃ অবশেষে টিম টাইগারদের অনুশীলনের দিনক্ষণ জানালেন নান্নু

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ০৩ ২২:৩২:৫৩
ব্রেকিং নিউজঃ অবশেষে টিম টাইগারদের অনুশীলনের দিনক্ষণ জানালেন নান্নু

গতকাল হঠাৎ করেই সংবাদের শিরোনাম হয় প্রস্তুত হচ্ছে বাংলাদেশের আটটি ক্রিকেট স্টেডিয়াম। এরপর থেকে গুঞ্জন উঠতে থাকে তবে কি বাংলাদেশে শুরু হচ্ছে আবারো ক্রিকেট ম্যাচ। ঠিক তেমনটাই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

জুলাই মাসের শেষ কিংবা আগস্টের প্রথম দিকে ক্রিকেটারদের অনুশীলন শুরুর আশা করছেন তিনি। দেশের একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, ‘করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলে প্র্যাকটিস শুরুর কথা মাথায় রেখেই আসলে মাঠ রেডি করা।

জুলাইয়ের শেষ না হয় আগস্টের প্রথম সপ্তাহে প্র্যাকটিস শুরু করা যায় কি না, ভাবা হচ্ছে। যদি অবস্থা একটু যদি ইম্প্রুভ করে, তাহলে চান্স আছে।’ প্রধান নির্বাচক অনুশীলনে ফেরানোর পাশাপাশি ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে ঘরোয়া ক্রিকেট খেলার পক্ষে।

ইতিমধ্যেই বাংলাদেশের সকল ক্রিকেট স্টেডিয়াম জীবাণুনাশক দিয়ে প্রস্তুত করা হয়েছে। বৃহস্পতিবার (০২, জুলাই) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মাঠ প্রস্তুতের বিষয়টি জানিয়েছে। মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম,

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম, বগুরার শহীদ চান্দু স্টেডিয়াম ও রাজশাহীর শহীদ কামারুজ্জাম স্টেডিয়াম অনুশীলন ও খেলার জন্য প্রস্তুত রেখেছে বিসিবি।

প্রায় ১০০ মাঠকর্মী মাঠ প্রস্তুত করতে কাজ করেছেন। কারোনার সময়ে স্বাস্থ্যবিধি মেনে সবগুলো মাঠে জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করা হয়েছে।

এ বিষয় নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা এটা মনে রেখেছি যে দেরি হওয়ার আগে দ্রুতই আমাদের ক্রিকেটারদের মাঠে ফেরাতে হবে। পুনরায় ক্রিকেট শুরু হবে অনুশীলন দিয়ে এবং এজন্য আমরা আমাদের মাঠ, অনুশীলন সুবিধা পুরোপুরি প্রস্তুত ও কার্যকর রেখেছি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ