ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

করোনা ভাইরাসঃ আবারও ভয়াবহ তথ্য দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ০৩ ১৯:২২:৫৮
করোনা ভাইরাসঃ আবারও ভয়াবহ তথ্য দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এদিকে বিশ্বে প্রথমবারের মতো একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়াল। প্রাণ গেছে আরও পাঁচ সহস্রাধিক মানুষের। এ নিয়ে বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়ে এক কোটি ৯৭ হাজার অতিক্রম করল।

অন্যদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে না এলেও ভারত, ব্রাজিলসহ বিভিন্ন দেশে শিথিল করা হচ্ছে আরোপিত বিধিনিষেধ।

ব্রাজিলে নিয়ন্ত্রণের লক্ষণ নেই প্রাণঘাতী করোনাভাইরাসের। কিন্তু দেশটিতে খুলে দেয়া হচ্ছে রেস্টুরেন্ট, বারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এতদিন রিও ডি জেনিরিওর রেস্টুরেন্টগুলো শুধু খাবার পার্সেল দিলেও এখন সেখানে বসেই খাবার অনুমতি মিলেছে।

ব্রাজিলের স্থানীয় বাসিন্দারা বলেন, দুপুরের খাবার খেতে আমরা এখানে এসেছি। আমার কাছে এটা নিরাপদ স্থান মনে হচ্ছে। অনেক দিন পরে এমন সুযোগ পেয়ে খুবই ভালো লাগছে।

আরও পড়ুন: ইতালি, ফ্রান্সের পর এবার ব্রাজিলেও পানিতে করোনাভাইরাস!

তবে ব্রাজিলে এখনো কমেনি করেনার সংক্রমণ। দেশটিতে বৃহস্পতিবারও সংক্রমণিত হয়েছে প্রায় ৪৮ হাজার মানুষ। মারা গেছেন ১২ সহস্রাধিক। এ অবস্থায় ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া এবং বিধি-নিষেধ শিথিল করায় সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

এদিকে ইতালি এবং ফ্রান্সের পর এবার ব্রাজিলের নর্দমার পানিতে মিলেছে করোনার সন্ধান। ব্রাজিল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বিতীয় বৃহত্তম শহর ফ্লোরিয়ানোপলিস থেকে গত নভেম্বরে সংগ্রহিত নর্দমার পানিতে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

প্রতিবেশী দেশ ভারতে বৃহস্পতিবার আক্রান্ত হয়েছেন রেকর্ড সংখ্যক প্রায় ২২ হাজার মানুষ। দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ছয় লাখ। তবুও বিভিন্ন রাজ্যে শিথিল করা হচ্ছে বিধি-নিষেধ। এরমধ্যেই ভারতীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান জাইডাস ক্যাডিলা মানব শরীরে করোনার ভ্যাকসিন পরীক্ষার অনুমতি পেয়েছে। এটি ভারতে পরীক্ষার অনুমতি পাওয়া দ্বিতীয় ভ্যাকসিন। দেশটিতে গুরুত্ব দেয়া হচ্ছে করোনা পরীক্ষার বিষয়টি।

আরও পড়ুন: করোনা নিয়ে আরো হতাশার খবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ভারতের বাসিন্দারা বলেন, আমরা আক্রান্তদের শনাক্তের কার্যক্রম গুরুত্বের সাথে পরিচালনা করছি। প্রথমে সন্দেহভাজনদের তাপমাত্রা পরীক্ষা করে, পরে তাদের নমুনা সংগ্রহ করে করোনার বিষয়ে নিশ্চিত হচ্ছি।

করোনার ভয়াল থাবায় বিশ্বের দেশগুলো যখন নাস্তানাবুদ, তখন করোনা মোকাবিলায় অভাবনীয় সাফল্যের দাবি করেছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার কেন্দ্রীয় সংবাদ সংস্থাকে এক বিবৃতিতে কিম দাবি করেন, করোনা মাহামারির বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা গ্রহণের কারণেই সফল হয়েছে তার দেশ। যদিও উত্তর কোরিয়ায় করোনা সংক্রমণের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে করোনায় আক্রান্তদের সংখ্যা নিয়ে ভয়াবহ তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নিয়মিত সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান বিজ্ঞানী জানিয়েছেন, প্রকৃত আক্রান্তের সংখ্যা ঘোষিত সংখ্যার চেয়ে দশগুণ বেশি বা প্রায় ১০ কোটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথ, যারা আক্রান্ত হচ্ছেন তাদের সবার তথ্য কিন্তু আমরা জানছি না।

বেশ কয়েকটি দেশে করোনার সামগ্রিক অবস্থার উন্নতি হলেও অবনতি হয়েছে সমগ্র বিশ্বের পরিস্থিতি। বৃহস্পতিবার একদিনেই আক্রান্ত হয়েছেন ২ লক্ষাধিক মানুষ, যা এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ। মারা গেছেন পাঁচ সহস্রাধিক।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে