ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

এবার সেই পাইলটদের বরখাস্ত করেছে মালয়েশিয়া সরকার

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ০৩ ১৭:৪৬:৩৪
এবার সেই পাইলটদের বরখাস্ত করেছে মালয়েশিয়া সরকার

এরআগে পাকিস্তানের এসব পাইলটদের যোগ্যতা নিয়ে সন্দেহ করার মতো তথ্য মালয়েশিয়া সরকারের হাতে পৌঁছায়।

বৃহস্পতিবার (২ জুলাই) গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে মালয়েশিয়ার বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, মালয়েশিয়ার সব বিদেশি পাইলটদের যোগ্যতা মূল্যায়নের পরই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। মালয়েশিয়ার ২০ জনের কমসংখ্যক পাকিস্তানি পাইলট আছে।

জানা গেছে, দেশটিতে ৮৬০ পাইলট আছেন, যাদের মধ্যে ১০৭ জন বিদেশি এয়ারলাইনসে কাজ করেন।

মালয়েশিয়ার এমন সিদ্ধান্তের পর পাকিস্তান বিমান চালকদের নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। বিভিন্ন দেশ পাকিস্তানি পাইলটদের বিমান চালাতে বারণ করে দিয়েছে। তাদের যোগ্যতার সত্যাসত্য নির্ধারণেরও উদ্যোগ নেয়া হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে