ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

আজ থেকে সৌদি সরকারের নতুন আইন জারি, বিপদে প্রবাসীসহ সাধারান জনগন

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ০১ ২১:১৭:০৬
আজ থেকে সৌদি সরকারের নতুন আইন জারি, বিপদে প্রবাসীসহ সাধারান জনগন

অর্থাৎ প্রতি ১ রিয়ালে ভ্যাট দিতে হবে ০.১৫ রিয়াল। ১০০ সৌদি রিয়াল মূল্যের কোনো পণ্যদ্রব্য কিনলে বাড়তি ১৫ রিয়াল গুণতে হবে। মূলত ই-কমার্স ট্রানজেকশনের মাধ্যমে বিদেশ থেকে আমদানী করা পণ্যদ্রব্যের উপর এই ভ্যাট বৃদ্ধি প্রযোজ্য হতে যাচ্ছে।

এটি ইতিপুর্বে ছিল ৫%। আজ ১ জুলাই ২০২০ হতে রাতারাতি ৩ গুণ বেড়ে এটি হয়ে গেল ১৫%।

এর কারণে সমগ্র সৌদি আরবে অনেক পণ্যদ্রব্য এবং সার্ভিসের দাম অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ভ্যাট ১৫% বৃদ্ধি পাওয়ার অর্থ শুধু এই নয় যে প্রতিটি পণ্যের দামের সাথে অতিরিক্ত ১৫% অর্থ প্রদান করতে হবে।

অনেক পণ্য ব্যাবসায়ীরা এক দুই হাত ঘুরে অনেক পণ্য কিনে থাকেন। তারপর সেটি আবার বিক্রি করেন। এরা সবাই কিন্তু ১৫% ভ্যাট প্রদান করেই ঐ পণ্যটি কিনে থাকবেন।

অর্থাৎ একটি পণ্য দোকানের শেলফে আসতে আসতে তার জন্য কয়েকবার করে ১৫% ভ্যাট প্রদান করা হয়ে যেতে পারে। এতে করে ঐ পণ্যদ্রব্যটির সর্বশেষ মূল্য বৃদ্ধি পেয়ে অনেক দাঁড়াবে।

এর অর্থ দাঁড়াচ্ছে আজ ১ জুলাই থেকে অনেক সাধারণ পণ্য দ্রব্যের দাম সৌদি আরবে অনেক অনেক বেড়ে যেতে পারে। এছাড়া যেসকল পণ্য উৎপাদনে কাঁচামাল ব্যাবহার করা হয় সেসব পণ্যের মূল্যও অনেকাংশে বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে