ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

করোনা ভাইরাসঃ প্রায় সব ওষুধ কিনে নিয়েছে যুক্তরাষ্ট্র

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ০১ ১৫:২৪:২৪
করোনা ভাইরাসঃ প্রায় সব ওষুধ কিনে নিয়েছে যুক্তরাষ্ট্র

এই ওষুধ ব্যবহার করে কোভিড-১৯ থেকে দ্রুত সেরে ওঠা যায় বলে প্রমাণ পাওয়ার কথা একাধিক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে। আর তাই এটিকে করোনাভাইরাসের ‘পরীক্ষিত ওষুধ’ বলা হচ্ছে।

আর এজন্য ট্রাম্প প্রশাসন গিলিয়াডের সাথে চুক্তি করেছে যেখানে প্রায় ৫ লাখ ডোজ কেনা হবে, জুলাই মাসে যা উৎপাদিত হবে তার সম্পূর্ণ, আগস্টের ৯০ শতাংশ এবং সেপ্টেম্বরের ৯০ শতাংশ।

রেমডিসিভির ওষুধটির পেটেন্ট যুক্তরাষ্ট্র-ভিত্তিক বায়োফার্মাসিউটিকাল কোম্পানি গিলিয়াড সায়েন্সেস-এর। এটি প্রথমে ইবোলা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য তৈরি করা হয়েছিল।

ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, নভেল করোনাভাইরাসসহ আরো কিছু ভাইরাস মানুষের দেহে প্রবেশ করে যেভাবে বংশবৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে, সেই প্রক্রিয়াটি কিছুটা হলেও থামানোর সক্ষমতা রয়েছে এই ওষুধের।

গিলিয়াড সায়েন্সেস একটি গবেষণা করে জানায় যে, কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় এই ওষুধ কার্যকর হতে পারে। এরপর গত সপ্তাহে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জরুরি ব্যবহারের উদ্দেশে এই ওষুধ ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

বলা হচ্ছে, বেশি অসুস্থ রোগীদের ওপর এই ওষুধের প্রয়োগ হাসপাতালে থাকার সময়কাল চার দিন পর্যন্ত কমাতে পারে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে