ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

২১ দিন লকডাউনের সাথে থাকছে সাধারণ ছুটি

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ০১ ১২:৩৩:০৬
২১ দিন লকডাউনের সাথে থাকছে সাধারণ ছুটি

মঙ্গলবার বিকেলে নগরভবনে লকডাউন বাস্তবায়নকারী সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। লকডাউন করা এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপণ জারি করেছে জনপ্রশাসণ মন্ত্রণালয়।

ঢাকা উত্তর সিটির রাজাবাজারের পর এবার লকডাউন করা হচ্ছে দক্ষিণ সিটির ওয়ারি। ৪১ নং ওয়ার্ডের আটটি সড়ককে রেড জোন চিহ্নিত করে আগামী ৪ জুলাই ভোর ৬ টা থেকে ২১ দিনের জন্য লকডাউন করা হবে।

মঙ্গলবার বিকেলে নগর ভবনে বৈঠক শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ ঘোষণা দেন। তিনি বলেন, লকডাউনের কারণে এলাকবাসীর যেন কোন অসুবিধা না হয় সে ব্যাপারে খেয়াল রাখা হবে।

তিনি বলেন, আগামী ৪ জুলাই ২০ আষাঢ় থেকে শুরু করে ১০ শ্রাবণ পর্যন্ত ২৫ জুলাই পর্যন্ত লকডাউন বাস্তবায়ণ করবো।

রাজাবাজারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ লকডাউন বাস্তবায়নে স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান দক্ষিণ সিটির মেয়র।

ওয়ারির আটটি সড়কে লকডাউনের ঘোষণাকে স্বাগত জানিয়ে অনেকেই বলছেন সাময়িক অসুবিধা হলেও বৃহৎ স্বার্থে সবাইকে লকডাউন মানতে হবে।

একজন বলেন, লকডাউনকে সফল করতে প্রয়োজনীয় জিনিসগুলো ৪ তারিখের আগে এনে রাখবো।

আরেকজন বলেন, আরো ১০ জনের মধ্যে যাতে করোনা না ছড়ায় তারজন্য উদ্যোগটি ভালো।

তবে আরো আগে ওয়ারিকে লকডাউন করলে করোনা আক্রান্তের সংখ্যা কম হতো বলেও মনে করেন এলাকাবাসী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে