ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

করোনা নিয়ে দেশে সুখবর দিল স্বাস্থ্য অধিদপ্তর

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ২৯ ১৯:৩৫:৫৪
করোনা নিয়ে দেশে সুখবর দিল স্বাস্থ্য অধিদপ্তর

গত ২৪ ঘণ্টায় আরো ৪ হাজার ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৮০১ জনে। একই সময়ে মারা গেছেন আরো ৪৩ জন। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭৮৩ জন।

সোমবার (২৯ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৫৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৭৮০ জন। সারা দেশ থেকে নতুন করে ১৪ হাজার ৪১৩টি নমুনা সংগ্রহ করা হয়। আগের ও নতুন করে সংগ্রহ করা নমুনা থেকে ১৭ হাজার ৮৩৭টি পরীক্ষা করা হয়। মোট পরীক্ষা করা হয়েছে ৭ লাখ ৮৪ হাজার ৩৪টি নমুনা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে