ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

করোনা ভাইরাস : নতুন রেকর্ড গড়লো ভারত

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ২৮ ১৬:২৪:৪৭
করোনা ভাইরাস : নতুন রেকর্ড গড়লো ভারত

যা করোনা ভাইরাস শুরুর পর থেকে এটাই সর্বচ্চো। শুরুর পর দেশটিতে এটিই একদিনে সর্বোচ্চ আক্রান্ত হওয়ার রেকর্ড। সে দেশের মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের। সম্প্রচারমাধ্যম এনডিটিভির ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার সকালে নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ১৯ হাজার ৯০৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্ত হলেন ৫ লাখ ২৮ হাজার ৮৫৯ জন। ২৪ ঘণ্টায় ভারতে মারা গেছেন ৪১০ জন করোনা রোগী। মোট মৃত্যু হয়েছে ১৬ হাজার ৯৫ জনের। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন প্রায় ১৪ হাজার মানুষ। এ নিয়ে ৩ লাখ ৯ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যায় প্রথম থেকেই শীর্ষে রয়েছে মহারাষ্ট্র রাজ্য। এ রাজ্যে করোনা আক্রান্তের মোট সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ১৩৩। মৃত্যু হয়েছে ৭ হাজার ২৭৩ জনের। সংক্রমণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী শহর দিল্লি। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৪৮ জন। এ রাজ্যে মোট আক্রান্ত হয়েছে ৮০ হাজার ১৮৮ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ৫৫৮ জনের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে