ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সকাল গড়াতেই সড়কে ট্রাকের নিচে প্রান গেল ৩ জনের

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ২৮ ১৩:০৩:০১
সকাল গড়াতেই সড়কে ট্রাকের নিচে প্রান গেল ৩ জনের

মরদেহ উদ্ধার করে কুমুদিনী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে মির্জাপুর হাইওয়ে পুলিশ। রোববার (২৮ জুন) মধ্য রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মনির জানান, রাত আড়াইটার দিকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লোহার পাত ভর্তি একটি ট্রাক (বগুড়া ট-১১-২৩৩৯) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার চরপাড়া নামক স্থানে পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপর উঠে পড়ে। ট্রাকটি উল্টে তিন যাত্রী নিচে চাপা পড়ে মারা যান।

পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

তবে এখন পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি। মির্জাপুর হাইওয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে