ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

গত ২৪ ঘণ্টায় এই জেলায় রেকর্ড সংখ্যক করোনায় আক্রান্ত

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ২৭ ১৩:৫৭:৪৯
গত ২৪ ঘণ্টায় এই জেলায় রেকর্ড সংখ্যক করোনায় আক্রান্ত

আগের দিন ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল সর্বোচ্চ ৫৫ জন। গতকাল রাজশাহীর দুটি ল্যাবে এই নগরসহ জেলার সর্বোচ্চ ৬৪ জনের এ রোগ শনাক্ত হয়েছে। আজ শনিবার সকালে জেলা সিভিল সার্জন মোহা. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, দেশে কোভিড রোগী শনাক্ত হওয়ার ৬৭ দিন পর রাজশাহী নগরে গত ১৫ মে করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়। এরপর রাজশাহী নগরে প্রথম ৫০ রোগী শনাক্ত হয় সংক্রমণের ৩২তম দিনে। ১০০ রোগী শনাক্ত হয় ৩৫তম দিনে গত ১৯ জুন। ১০০ থেকে ২০০ রোগী হয় শনাক্ত হয় ৩৯তম দিনে ২৩ জুন। আর রোগী ২০০ থেকে ৩০০ অতিক্রমে সময় লাগে মাত্র তিন দিন। অর্থাৎ শেষ ১০০ রোগী শনাক্ত হয়েছে মাত্র তিন দিনে। গতকাল পর্যন্ত রাজশাহী নগরে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ৩৩১ জন। রাজশাহী জেলায় এ সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৪।

সিভিল সার্জন মোহা. এনামুল হক বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলায় কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ৬৪ জন। এর মধ্যে রাজশাহী জেলায় ৫ জন আর বাকি ৫৯ জনই রাজশাহী নগরের। নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে র‌্যাবের তিন সদস্যসহ চিকিৎসক, পুলিশ সদস্য ও সাংবাদিকও রয়েছেন।

সিভিল সার্জন আরও বলেন, গতকাল পর্যন্ত রাজশাহীতে মারা গেছেন সাতজন। এর মধ্যে রাজশাহী নগরের তিনজন। আর সুস্থ হয়েছেন ৬৮ জন। বাকি রোগীর অধিকাংশই বাড়িতে আইসোলেশনে (বিচ্ছিন্ন) থেকে চিকিৎসা নিচ্ছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে