ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১

কাতারে বাংলাদেশ প্রবাসীদের জন্য চরম বিপদ, ১৮ জনের মৃত্যু সহ করোনায় মোট আক্রান্ত ১২ হাজার

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ২৬ ১৯:৩৯:৩৩
কাতারে বাংলাদেশ প্রবাসীদের জন্য চরম বিপদ, ১৮ জনের মৃত্যু সহ করোনায় মোট আক্রান্ত ১২ হাজার

২৮ লাখ জনসংখ্যার দেশটিতে ভাইরাসটিতে প্রায় ৯৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। পাশাপাশি সুস্থ হয়েছে ৭৬ হাজারের বেশি। বৃহস্পতিবার কাতারে বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

কাতার বাংলাদেশ কমিউনিটি নেতা দিদারুল আলম আরজু বলেন, করোনার কারণে কর্মহীন প্রবাসীদের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণকালে কমিউনিটির অনেক সিনিয়র নেতা আক্রান্ত হয়েছেন। এরই মাঝে আমাদের বাংলাদেশি কমিউনিটির এক প্রবীণ নেতা মারা গেছে। আমরা এতে শোকাহত।

কাতার বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, দেশটিতে করোনায় আক্রান্ত ১২ হাজার বাংলাদেশির মধ্যে অনেকেই সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। ১৮ জন বাংলাদেশি মারা যাওয়া সবাই শুধু করোনা সংক্রমণ না, যারা মারা যাচ্ছে তাদের অনেকেরই নানা সমস্যা ছিল। কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব আব্দুল বাকের মাতবরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এই দূতাবাস কর্মকর্তা।

কাতারে এখন পর্যন্ত ৩ লাখ ৪১ হাজারের বেশি মানুষের করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশটিতে বিভিন্ন পেশায় ৪ লাখ ১৬ হাজার বাংলাদেশি কর্মরত রয়েছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে