ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

দেশের এই জেলায় করোনা প্রতিরোধে চলছে ২১দিনের লকডাউন

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ২৬ ১২:৩৭:২৪
দেশের এই জেলায় করোনা প্রতিরোধে চলছে ২১দিনের লকডাউন

এদিকে এই ঘোষণার পরপরই বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৬টা হতে কঠোরভাবে লকডাউন শুরু হয়েছে। লকডাউনের কারণে বান্দরবানে ঔষধের দোকান ব্যতীত সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, মাছ বাজার, কাঁচাবাজার মুদি দোকান বন্ধ থাকার পাশাপাশি বন্ধ রয়েছে সকল ধরণের গণ-পরিবহণ।

বান্দরবান পৌরসভার পক্ষ থেকে ৯টি ওয়ার্ডে লকডাউন কার্যকর করতে পৌরসভার পক্ষ থেকে কাজ শুরু করা হয়েছে। জনসাধারণ যাতে ঘর থেকে বের না হয়ে নিজ নিজ এলাকায় অবস্থান করে তার জন্য ভ্রাম্যমাণ ভ্যানগাড়িতে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে শাক-সবজি, কাচাঁমাল বিক্রির ব্যবস্থা করছে পৌর প্রশাসন।

পৌরসভার ৯টি ওয়ার্ডে ১শত ৫০জন স্বেচ্ছাসেবক নিয়োগের মাধ্যমে ওয়ার্ডভিত্তিক জনগণকে সেবা দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে লকডাউন কার্যক্রম করার জন্য পৌরসভার নির্ধারিত স্বেচ্ছাসেবকরা সকাল থেকে ওয়ার্ডের প্রবেশমুখে অবস্থান করছে এবং জনগণকে সচেতন করার পাশাপাশি অনাকাঙ্খিত ঘোরাঘুরি বন্ধে সবাইকে অনুরোধ জানাচ্ছে।

এর আগে বান্দরবানে করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় গত বুধবার (১০ জুন) দুপুর ১২টার থেকে বান্দরবান সদর উপজেলা ও রুমা উপজেলাকে রেড জোন ঘোষণা করে প্রশাসন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে