ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১

বিপদে ইতালি ফেরত যাওয়া বাংলাদেশি প্রবাসীরা, শরীরে করোনার লক্ষণ

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ২৬ ১১:১৯:২০
বিপদে ইতালি ফেরত যাওয়া বাংলাদেশি প্রবাসীরা, শরীরে করোনার লক্ষণ

এদিকে ইতালির করোনা পরিস্থিতি নিয়ন্ত্রিত পর্যায়ে থাকলেও গত ২৪ ঘণ্টায় নাপোলি ও বলোনিয়া অঞ্চলে ভাইরাসটির সংক্রমণ কিছুটা বৃদ্ধি পেয়েছে। এরমধ্যেই, দেশটিতে অবৈধদের বৈধকরণ প্রকিয়ার আবেদন জমা হচ্ছে খুবই ধীর গতিতে।

নতুন করে ইতালির বেশ কয়েকটি এলাকায় করোনার সংক্রমণ বেড়েছে। এতে করে আবারও বাড়ছে আতঙ্ক।

এদিকে সম্প্রতি বাংলাদেশ হতে বিশেষ বিমানে করে ইতালি ফেরত প্রবাসীদের মধ্যে কয়েকজনের শরীরে করোনার লক্ষণ দেখা দিয়েছে। বর্তমানে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, ইতালির সার্বিক করোনা পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা আছেন স্বস্তিতে।

বাংলাদেশি প্রবাসীরা জানায়, করোনাভাইরাস যখন শুরু হয় তখন আমরা খুব খারাপ অবস্থায় ছিলাম। আমরা দু’মাস ঘরে বন্দি ছিলাম। সরকারের সঠিক দিক-নির্দেশনা সঠিকভাবে পালন করার জন্যে এখন আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে।

এরমধ্যেই করোনাকালীন ইতালিতে বাড়ির দাম কমে গেছে উল্লেখযোগ্য হারে। ইতালির বিভিন্ন শহরে বাংলাদেশি মালিকানায় রয়েছে প্রায় ১৪ হাজার বাড়ি। এ খাতে ইতালি প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ প্রায় কয়েক হাজার কোটি টাকা।

এদিকে ইতালির বৈধকরণ প্রক্রিয়া চলছে ধীর গতিতে। অভিবাসীদের দাবির মুখে সরকার আইন পরিবর্তনে আবেদনের সময় বৃদ্ধিসহ বেশকিছু পরিবর্তন আনলেও খুব একটা আশানুরূপ ফল আসছে না। এরপরও সাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ অব্যাহত রয়েছে অবৈধ অভিবাসীদের, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিও রয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে