ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

করোনার মধ্যে প্রবাসীদের সুখবর দিলো সৌদি সরকার

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ২৫ ২২:৩১:৫৮
করোনার মধ্যে প্রবাসীদের সুখবর দিলো সৌদি সরকার

বুধবার রাতে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ পরিচালনা কর্তৃপক্ষের সঙ্গে মিল রেখে জাতীয় জীবাণুমুক্তকরণ কর্মসূচির সমাপ্তির ঘোষণা করেছে দুবাইয়ের সংকট ও দুর্যোগ পরিচালনার সুপ্রিম কমিটি।

এখন থেকে দিন-রাত যেকোনো সময় চলাচল করতে পারবেন আমিরাতে বসবাসরত সব নাগরিক। অবশ্যই মাস্ক পরে এবং সামাজিক দূরত্বসহ সতর্কতামূলকভাবে চলাচল করতে অনুরোধ জানিয়েছে আমিরাত সরকার।

উল্লেখ্য, এর আগে দুবাইয়ে রাত ১১টা থেকে সকাল ৬টা এবং আবুধাবিসহ আমিরাতে অন্যান্য প্রদেশে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা ছিল।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৩৩ জন। এতে মারা গেছেন ৩০৭ জন। সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৪০৫ জন।

এদিকে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, আগামী ৭ জুলাই থেকে উপসাগরীয় এই নগর রাষ্ট্রে পর্যটকদের আসার অনুমতি দেবে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে তিন মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর তারা এ অনুমতি দিতে যাচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে