ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

ব্রেকিং নিউজঃ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির স্বাস্থ‌্যমন্ত্রী জাহিদ মালেককে বরখাস্তের দাবি 

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ২৫ ২০:৫২:৪৯
ব্রেকিং নিউজঃ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির স্বাস্থ‌্যমন্ত্রী জাহিদ মালেককে বরখাস্তের দাবি 

এর আগে তোপখানা রোড, পুরানা পল্টন মোড় ঘুরে সচিবালয়ের সামনে পুলিশের বাধার মুখে পড়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মিছিল। পরে সেখানেই সমাবেশ করে দলটি। সম্পর্কিত খবর

সমাবেশে সাইফুল হক বলেন, ‘দেশের মানুষকে সরকার এক ভয়াবহ বিপদ ও অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। সরকারের ভুল, আত্মঘাতী ও সমন্বয়হীন নীতি-কৌশল করোনার উৎপাদন-পুনরুৎপাদন ঘটিয়ে চলেছে। যেভাবে তারা গায়ের জোরে চরম কর্তৃত্ববাদী শাসন ও দমন চালিয়ে ক্ষমতায় আছেন, একই পন্থায় তারা করোনা মোকাবিলার চেষ্টা করছেন।’

তিনি বলেন, ‘যে কৌশলে সরকার ক্ষমতায় টিকে আছে তা ‘একলা চলো’র আত্মম্ভরী পথ। এ পথে করোনা মহামারির উত্তরণ ঘটানো যাবে না। কর্তৃত্ব, কায়েমি মহলের চাপ, আর ভাগাভাগির দ্বন্দ্বে এখনও পর্যন্ত করোনার হটস্পটসমূহে কার্যকর লকডাউন বলবৎ করা গেল না। লকডাউন আর জোন নিয়ে রশি টানাটানিও বন্ধ হলো না।’

তিনি বলেন, ‘করোনা মহামারি চলতে থাকলে সরকারের সব উন্নয়ন প্রকল্প মুখ থুবড়ে পড়বে।’

বিক্ষোভ সমাবেশে তিনি পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতায় দেশ ও দেশের মানুষকে রক্ষায় সব গণতান্ত্রিক, প্রগতিশীল ও দেশপ্রেমিক রাজনৈতিক ও সামাজিক শক্তিকে যার যার অবস্থান থেকে সমন্বিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সভাপতিত্বে বিক্ষোভ পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জল হোসেন মোশতাক, সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারী বিন্দু, কেন্দ্রীয় সংগঠক মোজাম্মেল হক, আবুল কালাম প্রমুখ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে