ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

দারুন সুখবর :করোনা জয় করলো মাশরাফির দুই আপনজন

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ২৫ ১৫:১০:১৬
দারুন সুখবর :করোনা জয় করলো মাশরাফির দুই আপনজন

নিজের ফেইসবুক আইডিতে এক স্টাটাসের মাধ্যমে এ খবর দিয়েছেন তিনি। সুমী লিখেছেন, “আলহামদুলিল্লাহ আজ আম্মু ও বড় আপুর টেস্টে ফলাফল নেগেটিভ এসেছে। আল্লাহ পাকের অনেক বেশি রহমত আমাদের উপর। এখন শুধু দুইজন বাকি।”করোনা পজিটিভ হওয়ার পর নড়াইলে নিজ বাড়িতেই আইসোলেশনে ছিলেন মাশরাফির শাশুড়ি ও তার শ্যালিকা।

বাড়িতে চিকিৎসা নিয়েই সুস্থ হয়েছেন তারা। তবে তাদের দ্বিতীয় ফলোআপ টেস্ট করানো হবে। উল্লেখ্য, গত শনিবার করোনা টেস্টে পজিটিভ হন মাশরাফি। নিজের বাড়িতে ঢাকাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি। দুদিন পর মাশরাফির ভাই মোর্সালিন বিন মুর্তজাও করোনা পজিটিভ হয়েছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে