ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে নতুন রেকর্ড

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ২৫ ১২:০৪:৫৮
করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে নতুন রেকর্ড

আজ বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এতথ্য জানা গেছে।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২৪ লাখ ৬৩ হাজার ২৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু সংখ্যা ১ লাখ ২৪ হাজার ২৮১ জনে দাঁড়িয়েছে।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৫৩ হাজার ৪৭৪ জনের। আর আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৯২ হাজার ৪৭৪ জন।

তৃতীয় স্থানে এবং ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪৩ হাজার ৮১ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৮৬২ জন। এছাড়া ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ৩৪ হাজার ৬৪৪ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৯ হাজার ৪১০ জন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে