ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

এটাই হতে পারে করোনা থেকে এক মাত্র পথ, ভ্যাকসিন প্রয়োগ শুরু

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ২৫ ১১:৪৩:০২
এটাই হতে পারে করোনা থেকে এক মাত্র পথ, ভ্যাকসিন প্রয়োগ শুরু

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের অধ্যাপক রবিন শ্যাটক ও তার সহকর্মীদের নেতৃত্বে পরীক্ষামূলকভাবে আগামী সপ্তাহগুলোতে প্রায় ৩০০ স্বেচ্ছাসেবীর দেহে ভ্যাকসিনটি প্রয়োগ করা হবে।

মানবদেহে প্রয়োগের আগে ভ্যাকসিনটি প্রাণীদের দেহে পরীক্ষা করা হয়েছে। এতে নিরাপদ ও রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরিতে কার্যকর প্রমাণিত হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ইম্পেরিয়াল কলেজের তৈরি সম্ভাব্য ভ্যাকসিনটি স্বেচ্ছাসেবীদের ওপর প্রয়োগের প্রথম ধাপটি শেষে হলে, অক্টোবরে ৬ হাজার মানুষের ওপর ভ্যাকসিনটি প্রয়োগ করা হবে। ইম্পেরিয়াল কলেজের গবেষক দল আশা করছে, ভ্যাকসিনটি ২০২১ সালের শুরু থেকে যুক্তরাজ্যসহ সারা বিশ্বে সরবরাহ করা সম্ভব হবে।

এদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা এরই মধ্যে তাদের তৈরি ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছেন। সব মিলিয়ে বিশ্বজুড়ে করোনার প্রায় ১২০টি সম্ভাব্য ভ্যাকসিন তৈরির কার্যক্রম চলমান রয়েছে।

প্রসঙ্গত চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখনও পর্যন্ত এই ভাইরাসের কার্যকর কোনো ওষুধ তৈরির ঘোষণা দিতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে