ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

হঠাৎ করোনার মধ্যে আবারও গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ২৪ ১৮:৪৯:৪৯
হঠাৎ করোনার মধ্যে আবারও গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ

বুধবার (২৪ জুন) দুপুরে বনানীর প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ওই এলাকার অ্যাপারেল গার্মেন্টসের শ্রমিকরা। এই দাবিতে তারা গার্মেন্টসের লিয়াজোঁ কর্মকর্তাকে বাথরুমে আটকে রেখে বিক্ষোভ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকলে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ আসে। পরে পুলিশ গাড়িতে করে কোনো এক শ্রমিককে তুলে নেয়ার পর শ্রমিকরা পুলিশের গাড়ির পেছন পেছন দৌড়ে বনানী থানার সামনে গিয়ে অবস্থান নেন। কিছুক্ষণ পর শ্রমিকরা থানার সামনে থেকে চলে যান।

এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার ওসি নুরে আজম মিয়া বলেন, ‘বিক্ষোভরত শ্রমিকরা তাদের গার্মেন্টসের লিয়াজোঁ কর্মকর্তাকে বাথরুমে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় কিছু শ্রমিক থানার সামনে আসলেও পরে চলে যায়।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে