ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

করোনা ভাইরাসঃ দেশের বাইরে প্রান হারাল যত বাংলাদেশী প্রবাসী

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ২৪ ১৩:৪০:২১
করোনা ভাইরাসঃ দেশের বাইরে প্রান হারাল যত বাংলাদেশী প্রবাসী

সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) পর্যন্ত শুধু সৌদি আরবেই করোনায় মৃত্যু হয়েছে ৪১৫ জন বাংলাদেশির। বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি করোনাভাইরাসের ঝুঁকির মুখে রয়েছেন সৌদি প্রবাসী বাংলাদেশিরা। এছাড়া সেখানে আরও কয়েকশ বাংলাদেশি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

সৌদি আরবের পর সবচেয়ে বেশি প্রবাসী নাগরিক মারা গেছেন যুক্তরাজ্যে। সেখানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০৬ বাংলাদেশি।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ২৭২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে ১০৪, কুয়েতে ৪৫, ওমানে ২০, কাতারে ১৮, ইতালিতে ১৪, কানাডায় ৯, বাহরাইনে ৯, সুইডেনে ৮, ফ্রান্সে ৭, স্পেনে ৫, লিবিয়ায় ১, পর্তুগালে ১, গাম্বিয়ায় ১, দক্ষিণ আফ্রিকায় ১, মালদ্বীপে ১ ও কেনিয়ায় ১ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সিঙ্গাপুরে এই পর্যন্ত ২৬ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সেখানে কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে