ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

এই মাত্র পাওয়াঃ আরো ৪ জেলার রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ২৩ ২১:৩১:১৩
এই মাত্র পাওয়াঃ আরো ৪ জেলার রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা

মঙ্গলবার (২৩ জুন) রাতে প্রজ্ঞাপনটি জারি করা হয়। যেসব জেলায় রেড জোন চিহ্নিত করে ছুটি ঘোষণা করা হয়েছে সেগুলো হলো- কক্সবাজার, মাগুরা, খুলনা ও হবিগঞ্জ। এর আগে রোববার (২১ জুন) করোনা ভাইরাস সংক্রমণ বিবেচনায় নিয়ে দেশের ১০ জেলায় রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

কক্সবাজার জেলার সদর উপজেলাধীন কক্সবাজার পৌরসভা, টেকনাফ উপজেলাধীন টেকনাফ পৌরসভা উখিয়া উপজেলাধীন রাজাপালং, রত্নাপালং ইউনিয়নের কিছু এলাকা লকডাউন করা হয়েছে।

এছাড়া মাগুরা পৌরসভাধীন একতা বাজার, ভায়না মোড়ের দক্ষিণে ৪নম্বর ওয়ার্ডের খানপাড়া এবং পিটিআই পাড়া এলাকা লকডাউন করা হয়।

অন্যদিকে খুলনা সিটি করপোরেশনের ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ড এবং রূপসা উপজেলাধীন আইচগাতী ইউনিয়ন এবং হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলাধীন বাহুবল ইউনিয়নে ছুটি ঘোষণা করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, লাল অঞ্চল ঘোষিত এলাকায় বসবাসরত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বয়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে।

লাল অঞ্চল ঘোষিত এলাকায় বসবাসরত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বয়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত ও অন্য এলাকায় বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে।

জরুরি পরিষেবা এ সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে