ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

বাংলাদেশের নিবন্ধিত হজ যাত্রীদের নিয়ে যে সিদ্ধান্ত দিলেন হাব সভাপতি

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ২৩ ১২:২৪:৩২
বাংলাদেশের নিবন্ধিত হজ যাত্রীদের নিয়ে যে সিদ্ধান্ত দিলেন হাব সভাপতি

এমন সিদ্ধান্তের ফলে বাংলাদেশ থেকে নিবন্ধিতদের কেউ এবার হজে যেতে পারছেন না। তবে ২০২১ সালে তারা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন হাব সভাপতি।

করোনা পরিস্থিতির মধ্যে এবারের হজ অনুষ্ঠান নিয়ে ছিলো অনিশ্চয়তা। অবশেষে সিদ্ধান্ত জানালো সৌদি সরকার। ধারাবাহিকতা রক্ষার স্বার্থে সীমিত পরিসরে হজ হলেও, বাইরের দেশ থেকে কেউ এতে অংশ নিতে পারবেন না। শুধু সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিক এবারের হজে অংশ নেবেন।

সৌদি সরকারের এমন সিদ্ধান্তে বাংলাদেশ থেকে নিবন্ধিতরাও হজে যেতে পারছেন না। তবে এবছর যারা নিবন্ধন করেছেন, তারা ২০২১ সালে অগ্রাধিকার পারবেন বলে আশ্বস্ত করেছেন হাব সভাপতি।

হাব সভাপতি এম শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশে যেসব হজ যাত্রীরা ২০২০ সালে নিবন্ধন করেছেন, তারা এ বছর হজে যেতে পারবেন না। তবে ২০২১ সালে তারা সকলেই অগ্রাধিকার প্রেক্ষিতে যেতে পারবেন।

সম্প্রতি মক্কার প্রায় ১৫শ' মসজিদে সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে জামাতে নামাজ আদায় শুরু হলেও, সর্বসাধারণের জন্য এখনো খুলে দেয়া হয়নি মসজিদুল হারাম।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে