ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১

সাবধান মালয়েশিয়া বাংলাদেশী প্রবাসী, বাংলাদেশী ২ জনসহ গ্রেফতার ১৪

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ২২ ২২:৫৭:৪৬
সাবধান মালয়েশিয়া বাংলাদেশী প্রবাসী, বাংলাদেশী ২ জনসহ গ্রেফতার ১৪

রোববার (২১ জুন) কুয়ালালামপুরের আলোর সেতার মেংকুডু এলাকায় রাত সাড়ে ১০ টায় অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের সদস্য ২ রোহিঙ্গাসহ আশেপাশের বাড়িতে অভিযান চালিয়ে মোট ১৪ জন অবৈধ অভিবাসীদেরকে আটক করেছে বলে দেশটির জাতীয় সংবাদ মাধ্যম আস্ত্র আওয়ানী সোমবার (২২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

আটককৃতদের- মাঝে ১ জন বাংলাদেশি, ১জন ইন্দোনেশিয়া, ২ জন রোহিঙ্গা পুরুষ ও ১০ জন রোহিঙ্গা নারী রয়েছে।

কুয়ালালামপুরের কেদাহ এর সিনিয়র কন্টিনজেন্ট ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগের প্রধান সহকারী কমিশনার সাপি আহমদ সাংবাদিকদের বলেছেন, রাত সাড়ে দশটায় বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে মোট ১৪ জন অবৈধ অভিবাসীকে (প্যাটি) গ্রেপ্তার করা হয়েছে যাদের মালয়েশিয়ায় অবস্থান করার কোন বৈধ ভিসা বা উপযুক্ত ডকুমেন্টস দেখাতে পারেনি। তিনি বলেন, সিন্ডিকেটের দুই সদস্যকে পার্সোনাল ট্র্যাফিকিং ইন পার্সন এবং মাইগ্রান্টস অ্যান্টি-স্মাগলিং ২০০৭ (এটিআইপিএসওএম) এর ২৬ (ক) এবং

অভিবাসন আইন ১৯৫৯ / ১৯৬৩ ধারার (১) (গ) ধারায় তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে