ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

মালয়েশিয়ায় বাংলাদেশী প্রবাসীদের জন্য জরুরী বার্তা, ওত পেতে আছে ‘দালাল চক্র’

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুন ২২ ২১:১৩:৪৯
মালয়েশিয়ায় বাংলাদেশী প্রবাসীদের জন্য জরুরী বার্তা, ওত পেতে আছে ‘দালাল চক্র’

প্রবাসমেইলের কাছে এমন অভিযোগ করছেন মালয়েশিয়া প্রবাসী কর্মীরা। যদিও মালয়েশিয়ায় অবৈধ কর্মীদের বৈধতা দেয়ার কোনো ঘোষণা দেয়নি মুহিউদ্দিন ইয়াসিনের সরকার।

১৭ জুন মালয়েশিয়া সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক হামজা জাইনুদ্দিনের কাছে এক সাংবাদিক- অবৈধদের বৈধতা দেয়ার বিষয়ে প্রশ্ন করেন। মন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। এই আশ্বাসের খবরই পরিণত হয় বৈধতা দেয়ার ঘোষণায়।

বাংলাদেশি কিছু অসাধু চক্র এটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও করে প্রচার করতে থাকে। এতে করে কর্মীদের মাঝে আলোচনার জন্ম দেয়। অনেকেই বৈধ হবার জন্য নানা জনের সাথে যোগাযোগও করতে শুরু করেন।

এমন বেশ কয়েকটি ফেইসবুক ও ইউটিউব পেইজে এই প্রচার দেয়া হয়।

প্রবাসীরা অভিযোগ করেন, এসব পেইজ থেকে এর আগেও এমন নানা বিভ্রান্তিকর তথ্য প্রচার করে প্রবাসীদের সাথে প্রতারণা করা হয়।

বিশেষ করে ২০১৬ থেকে ২০১৮ এর আগস্ট পর্যন্ত চলা রি-হায়ারিং কর্মসূচির সময়ও ঐ সব চক্র প্রবাসীদের হয়রানি ও প্রতারণা করেছে। এবারও বৈধতা দেয়ার গুজব ছড়িয়ে প্রবাসীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টায় ব্যস্ত এই ‘গুজব চক্র’।

অভিসাবাসন নিয়ে কাজ করা সংগঠক মালয়েশিয়া প্রবাসী হারুণ আল রশিদ প্রবাসমেইল-কে বলেন, গুজব চক্র সব সময়ই সক্রিয় দেশটিতে। সুযোগ পেলেই তারা প্রবাসীদের সাথে প্রতারণা ফাঁদ পাতে। এবারও তারা বৈধতা দেয়ার কথা বলে পাসপোর্টের কপি সংগ্রহ করা এবং টাকা লেনদেনও শুরু করেছে বলে কর্মীরা অভিযোগ করছেন। এসব চক্র থেকে সচেতন থাকতে প্রবাসী বর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

আরও বলেন, মূল ধারার সংবাদ মাধ্যম ছাড়া কোনো মহলের প্রচারে কান দেয়া যাবে না।

এদিকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের নিয়োগদাতা পরিবর্তনের যে খবরটি প্রচার হয়েছে, সেটিও সঠিক নয় বলে জানা গেছে। তাই এবিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার আগে কোনো সিদ্ধান্ত না নিতে কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে